Skip to content

চুই ঝাল চাষ করে লাখোপতি হলো খুলনার নবদ্বীপ মল্লিক।

  • by

খুলনা জেলার ডুুমুরিয়া থানার বরাতিয়া গ্রামের সুভাস মল্লিক এর পুত্র নবদ্বীপ মল্লিক,  তিনি ৩-৪ শতক জমিতে চুই ঝাল চাষ করে স্বল্প খরছে বছরে ৪-৫ লাখ টাকা উপার্জন করছেন।

এই বিষয়ে,  নবদ্বীপ মল্লিকের কাছে জানতে চাইলে তিনি বলেন যে, তার এই সাফল্যের পেছনে, খুলনা বিভাগের কৃষি কর্মকর্তা অতিরিক্ত উপ- পরিচালক (উদ্যান) নজরুল ইসলাম স্যারের অবদান অপরিসীম। তিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। চুইঝালের উপকারিতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন যে, চুই গাছ গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, খাবারের রুচি বাড়াতে ও ক্ষুধামন্দা দূর করে, এছাড়া কাশি, হাপানী, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে। সর্বশেষে তিনি বলেন যে, চুই ঝাল চাষ একটি লাভজনক চাষ।

 

Source: http://onnodristy.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6/%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE/%E0%A6%9A%E0%A7%81%E0%A6%87-%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%B2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *