Skip to content

আমাদের উদ্দেশ্য

কৃষি প্রেমী, কৃষক, বাণিজ্যিক বাগানী সকলের জন্য কৃষি পণ্যের ন্যায্য মূল্য ও প্রকৃত জাতের নিশ্চিয়তা দেওয়া আমাদের লক্ষ্য এবং এর পাশাপাশি কৃষি খামারের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করে উৎকৃষ্ট স্বাদ দেয়া আমাদের আনন্দ!

Meet our team

An awesome way to introduce the members of your team.

নবদ্বীপ

নবদ্বীপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত বাবা জনাব সুভাষ চন্দ্র মল্লিকের হাত ধরে কৃষিতে আসেন। নিজের ভালোলাগা থেকে জৈব বালাই নাশক প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত সবজি চাষ করে জাতীয় পর্যায়ে নজরে আসেন। সম্প্রতি চুই ঝাল নিয়ে কাজ করতে করতে বাণিজ্যিক ও বহুমাত্রিক চাষের প্রতি আগ্রহ থেকে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

নিউটন

নিউটন কচু নিয়ে কাজ করতে করতে দেশাব্যাপী পরিচিতি পান এবং কৃষি অথ'নীতিতে বাণিজ্যিক চাষ ও নতুন ফল ফসল নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠা হন। সকলকে ন্যায্য মূল্যের সাথে সঠিক জাত সরবরাহ করে সুনাম ধরে রাখাই তার লক্ষ্য।

প্রতাপ

প্রতাপ শখের কৃষক থেকে বাণিজ্যিক চাষাবাদ ও সকলকে ভালো সার্ভিস প্রদানের প্রত্যয়ে এই প্রতিষ্ঠানে সহপ্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত হন।

সুভাষ চন্দ্র

জনাব সুভাষ চন্দ্র মল্লিক ১৪০৩ সালে কৃষিতে অবদান রাখায় বঙ্গবন্ধু কৃষি পদক পান। তিঁনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নবদ্বীপ এর বাবা ও প্রধান উপদেষ্টা।

Presentation

Watch the video about our new products

আমাদের সুবিধা

আমরা কৃষক। কৃষি আমাদের সুখ- দুঃখ, আনন্দের উপলক্ষ। কৃষিকে একটি অনন্য মাত্রায় নিয়ে যাওয়ায় আমাদের স্বপ্ন। আমরা এই স্বপ্ন নিয়ে জীবন যাপন করি