Skip to content
Sale!

তাকে এলাকায় এখন কচু নিউটন বললেই চেনে সবাই। একসময় নিউটন মন্ডল বেসরকারি পাটকলে কাজ করতেন। পাটকলে কাজের সময় শ্বাসকষ্টজনিত অসুস্থতা তাকে পেয়ে বসে। মিলের কাজ ছেড়ে দেন। অভাবের সংসারে কী করবেন, এমন চিন্তা থেকে বাড়ির পাশে ৩৪ শতক জমি বর্গা নিয়ে শুরু করেন বিভিন্ন সব্জির চাষ। লাভজনক না হওয়ায় ২০০৫ সালে তিনি জমির কিছু অংশে স্থানীয় জাতের পানিকচুর চারা রোপণ করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “কচু নিউটন চারা”

Your email address will not be published. Required fields are marked *