এক আমেই ৫ কেজি ! প্রথমে শুনলে অনেকেই অবাক হন। তবে মাগুরার হর্টিকালচার সেন্টারে “ব্রুনাইকিং” নামের বিদেশি জাতের বিশাল আকৃতির আম উৎপাদন ক্ষমতার গাছের উৎপাদন শুরু হয়েছে। রোপনের মাত্র দুবছরের মাথায় দুটি গাছে এবার পাঁচটি আম হয়েছে। ইতিমধ্যে এই আম ব্যাপক সাড়া জাগিয়েছে।
দুবছর আগে লাগানো গাছে গতবার থেকেই আম এসেছে। অনেক আম আসলেও ওজনের কারণে দুটি গাছে পাঁচটি আম রাখা হয়েছে। আমের আঁটি পরিপক্ক হওয়ার আগেই একেকটি আমের ওজন প্রায় ২ কেজি । পরিপক্ক হলে ওজন পাঁচ কেজি পর্যন্ত হবে বলে তিনি জানান। তিনি জানান- গত বছর এ গাছে একটি আম ৪কেজি ২শ গ্রাম পর্যন্ত হয়েছিল। এবার গাছ বড় হওয়ায় আকৃতি আরো বড় হয়ে ৫ কেজি পর্যন্ত হবে বলে তিনি আশা প্রাকাশ করেন।
তিনি আরও বলেন, রোপণের এক বছর পরই এ গাছে ফল আসে। নাবি জাতের এই আম শ্রাবণ মাসে পাকে। ওই সময় অন্য বর্তমান জাতের আম কম থানায় তা বাজারে ভাল দামও পাবে। এ আম বাড়ির ছাদে সহজেই আবাদ করা যায় । এ আমের স্বাদ, গন্ধ এবং রঙ সুন্দর। গত মৌসুমে প্রায় ৫০ জন কৃষকের মধ্যে এই আমের চারা বিতরণ করা হয়েছে। বেশিরভাগ গাছেই আম এসেছে।
Reviews
There are no reviews yet.